কেন্দ্রীয় আয়কর দপ্তরের এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা অনুযায়ী, যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক এখনও সম্পূর্ণ না হয়ে থাকে, তবে আর এক মুহূর্তও দেরি করা চলবে না। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে এই লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে যেসব প্যান কার্ড লিঙ্কের অভাবে অকার্যকর হয়ে যাবে, তাদের ক্ষেত্রে বড়সড় আর্থিক সমস্যা দেখা দেবে। এর ফলে আপনি শুধু আয়কর রিটার্ন (ITR) ফাইল করতে পারবেন না বা রিফান্ড পাওয়া বন্ধ হবে না, বরং আপনার বেতনের ক্রেডিট, বিভিন্ন আর্থিক লেনদেন, এমনকি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) লেনদেনও থমকে যেতে পারে।
কেন এই লিঙ্ক এত গুরুত্বপূর্ণ?
কর ফাঁকি রোধ এবং দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এই পদক্ষেপ বাধ্যতামূলক করেছে। ১ অক্টোবর, ২০২৫-এর আগে যাঁদের প্যান কার্ড ইস্যু হয়েছে, তাঁদের সকলের জন্যই এই সময়সীমা প্রযোজ্য। এছাড়া, যারা Aadhaar Enrollment ID ব্যবহার করে প্যান তৈরি করেছেন, তাঁদেরও পুনরায় এই লিঙ্ক করতে হবে।
লিঙ্ক না করার পরিণতি কী?
নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক না করলে নিচের সমস্যাগুলি অনিবার্য:
আয়কর রিটার্ন (ITR) ফাইল বা ভেরিফাই করা যাবে না।
বকেয়া থাকা রিফান্ড বা পেন্ডিং রিটার্ন প্রসেসিং বন্ধ হয়ে যাবে।
বেশি হারে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (TDS) বা ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স (TCS) কাটতে পারে।
Form 26AS-এ আপনার TDS/TCS ক্রেডিট দেখা যাবে না।
গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে বাধা আসবে।
বর্তমানে প্যান নিষ্ক্রিয় থাকলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ₹১০০০ টাকা ফি জমা দিতে হবে, তারপর লিঙ্ক করা যাবে। পরে লিঙ্ক করা হলেও প্যান সক্রিয় হতে প্রায় ৩০ দিন সময় লাগবে, এই সময়কালে সমস্ত আয়কর সম্পর্কিত কাজ বন্ধ থাকবে। তাই বড় ধরনের আর্থিক সমস্যা এড়াতে দ্রুত আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Link Aadhaar’ অপশনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।