ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ক্লিন সুইপ সম্পূর্ণ করল ভারত। মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে রাতারাঁত যোগ হওয়া ৫৮ রান সম্পন্ন করে সহজেই ৭ উইকেটে জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।
১২১ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে ভারত আগের দিনেই যশস্বী জয়সওয়ালকে হারালেও, KL রাহুল এবং বি সাই সুদর্শন দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। মঙ্গলবার সকালের সেশনেই মাত্র ৩৫.২ ওভারে লক্ষ্যে পৌঁছয় ভারত।
রাহুল অপরাজিত অর্ধশতরান (৫০+) করেন, যা তাঁর টেস্ট কেরিয়ারের ২০তম ফিফটি। যদিও এই সেশনে ভারত দ্রুত সাই সুদর্শন (৩৯) এবং অধিনায়ক শুভমন গিলকে (১৩) হারায়। স্লিপে শাই হোপের একটি অসাধারণ ডাইভিং ক্যাচে সুদর্শন আউট হন, আর গিল বড় শট মারতে গিয়ে উইকেট হারান।
সিরিজের প্রথম ম্যাচে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ একেবারেই ম্লান ছিল এবং আড়াই দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় টেস্টেও একইরকম গতিতে চলছিল, কিন্তু ভারতের ফলো-অন কার্যকর করার সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তুলনামূলকভাবে ফ্ল্যাট দিল্লিতে উইন্ডিজ ব্যাটাররা অবশেষে কিছুটা প্রতিরোধ দেখায়। জন ক্যাম্পবেল এবং শাই হোপের সেঞ্চুরি এবং জাস্টিন গ্রিভসের লড়াকু অর্ধশতরানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ শুধু ইনিংস পরাজয় এড়ায়নি, বরং ম্যাচটিকে পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়ে যায়।
এই জয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ভারতের চতুর্থ জয়। তবে তারা বর্তমানে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন WTC টেবিলে তৃতীয় স্থানেই রয়েছে।
টিম ইন্ডিয়ার পরবর্তী চ্যালেঞ্জ
চার দিনের বিরতির পর ভারতীয় দল অন্য ফর্ম্যাটে অস্ট্রেলিয়ায় মাঠে নামবে। সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকারা তিন ম্যাচের দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে ফিরবেন। এর পরেই রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট মরসুম শুরু হবে আগামী মাস থেকে—১৪ নভেম্বর থেকে কলকাতায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।