১৭ বছরের বনবাস শেষ! জনসমুদ্রে ভাসিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বিদেশের মাটি ছেড়ে নিজের জন্মভূমিতে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে বিশেষ বিমানে তিনি বাংলাদেশে পৌঁছন। ঢাকা নামার আগে তাঁর বিমানটি সিলেটে অবতরণ করে। দীর্ঘ প্রায় দুই দশক পর দেশের মাটিতে পা রেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, “অবশেষে প্রিয় দেশের মাটিতে।”

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে এখন উৎসবের মেজাজ। প্রিয় নেতাকে একঝলক দেখতে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০-ফুট সড়ক পর্যন্ত কয়েক লক্ষ মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে, ট্রেনে এবং ট্রলারে করে বিএনপি নেতা-কর্মীরা বুধবার রাত থেকেই ঢাকায় জমায়েত হতে শুরু করেন।

পারিবারিক সফর ও বিমানবন্দরের কড়াকড়ি: বিএনপি সূত্রে খবর, তারেক রহমানের সঙ্গে ফিরেছেন তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান। তাঁদের এই রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কারও বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ইউনূস সরকারের অবস্থান ও নিরাপত্তা: শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারেক রহমানের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করে নেয়। সরকারের পক্ষ থেকে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে এবং বিএনপির সঙ্গে সমন্বয় করেই তাঁর নিরাপত্তার সব আয়োজন করা হয়েছে।

পরবর্তী কর্মসূচি: বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি একটি বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখতে পারেন। এরপর তিনি সোজা এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর অসুস্থ মা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে। সবশেষে গুলশানের বাসভবনে তাঁর পরিবারসহ ওঠার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের আগে বিএনপির শক্তি বহুগুণ বাড়িয়ে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy