ক্যালেন্ডারের পাতা এখন ডিসেম্বর। লেপ-কম্বল, গরম জামা নিয়ে প্রস্তুত রাজ্যবাসী, কারণ মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ইনিংস খেলছে শীত। চলতি সপ্তাহেও সেই দাপটে ছেদ পড়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ থেকে উত্তর, শহর থেকে জেলা—সর্বত্রই জাঁকিয়ে বসেছে কনকনে ঠান্ডা। শহর কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে ঘোরাফেরা করছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা না থাকায় বঙ্গে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও নামতে পারে।
রেকর্ড ঠান্ডার দাপট! নেই বৃষ্টির পূর্বাভাস
বর্তমানে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সবরকম অনুকূল পরিবেশই রয়েছে। শীতের পথে বাধা দেওয়ার মতো কোনো সিস্টেম সক্রিয় নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের চিত্র: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট শুরু হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি সকালের দিকে ঘন কুয়াশার দাপটও দেখা যাচ্ছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি: উত্তরবঙ্গেও শীতের তাণ্ডব চলছে। পাহাড়জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে এবং কালিম্পংয়ে পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। পর্যটনের ভরা মরশুমে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়।
মহানগর কলকাতা: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১৫ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং রাতের দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমানে শীত আরও জোরালো হবে। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ গোটা দক্ষিণবঙ্গেই সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে।