‘হাত ছাড়াই সম্ভব জীবন জয়’! দুই পা-কে ভরসা করেই বিশ্বজয়, তমলুকের পার্বতীকে কুর্নিশ জানাচ্ছে দেশ

দৈহিক প্রতিবন্ধকতা বা গঞ্জনা কোনো কিছুই তাঁকে আটকাতে পারেনি। জন্ম থেকেই কাঁধের কাছ থেকে দুটো হাত নেই, তবুও তমলুকের পূর্বনুখা গ্রামের বাসিন্দা পার্বতী জানা জীবন জয়ের যুদ্ধে অনেকের থেকে অনেক এগিয়ে। তিনি তাঁর দুই পা-কেই হাতের বিকল্প করে নিয়েছেন এবং সেই জোরেই করছেন দৈনন্দিন জীবনের সব কাজ।

পার্বতীর এই অদম্য জীবনযুদ্ধ এখন গোটা দেশের কাছে অনুপ্রেরণা।

দুই পায়ে সব কাজ:

জন্মের পর থেকেই হাত ছাড়া বড় হয়েছেন পার্বতী। প্রথম দিকে পরিবার চিন্তিত থাকলেও, ধীরে ধীরে পার্বতী শিখে নেন পা দিয়ে সব কাজ করা। দুই পায়ের জোরেই তিনি আজ নিম্নলিখিত কাজগুলিতে পারদর্শী:

রান্না ও গৃহস্থালী: পা দিয়ে রুটি তৈরি করা, বটিতে আনাজ কাটা।

শিল্পকলা ও কারিগরি: সেলাই মেশিন চালানো, ছবি আঁকা, পাটের নানা ধরনের কাজ।

সঙ্গীত: মিউজিক্যাল ট্রুপের অক্টোপ্যাড বাজানো।

খেলাধুলা: হাত ছাড়াই সাঁতার কাটা।

পার্বতীর অদম্য বার্তা:

পার্বতী জানান, “জন্মের পর থেকে হাত ছাড়াই বড় হয়েছি। ছোটবেলা থেকেই বহু মানুষের গঞ্জনা শুনতে হয়েছে, অনেকেই বলত হাত ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু বাড়ির মা-কাকিমাদের দেখে পা দিয়ে কাজ করা শুরু করি। একটু একটু করে রপ্ত করি রোজের কাজগুলো।”

শুধু দৈনন্দিন জীবন যাপন নয়, তিনি প্যারা অলিম্পিক্সে স্বর্ণপদক পেয়ে নিজের প্রতিভা প্রমাণ করেছেন।

বর্তমানে পার্বতী নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে থেকে পাটের নানা ধরনের কাজ, বাগান পরিষ্কার-সহ অন্যান্য কাজে নিজের বহুমুখী প্রতিভার ছাপ রাখছেন। তাঁর জীবন প্রমাণ করে যে, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং মানসিক জোরই আসল শক্তি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy