হাওড়া নিউজ, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন গ্রামের মানুষ, পঞ্চলার ‘বিকি হাকোলা’র উদ্যোগে নজিরবিহীন স্বাস্থ্য শিবির

স্বাস্থ্য পরিষেবায় নজিরবিহীন একটি ঘটনা ঘটতে চলেছে হাওড়ার পাঁচলা এলাকায়। যেখানে সাধারণ মানুষ একজন স্পেশ্যালিস্ট ডাক্তার দেখাতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ করতে বাধ্য হন, সেই বিপুল টাকা খরচ করে বহু গরিব মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া অসম্ভব হয়ে ওঠে। সেই সব মানুষের কথা ভেবেই হাওড়ার পাঁচলা বিকি হাকোলা ভাতৃ মিলন সংঘ নিয়েছে এক বিশেষ উদ্যোগ। এই প্রথম একসঙ্গে একই দিনে গ্রামের কয়েকশো মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পাবেন।

এক ছাদের নিচে একাধিক বিশেষজ্ঞ

গ্রামের মানুষকে সুস্থ রাখতে আগামী ১৪ই ডিসেম্বর রবিবার এক সারাদিন ব্যাপী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে চলেছে। বিকি হাকোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে গ্রামের মানুষের জন্য বিনামূল্যে উপস্থিত থাকবেন:

  • অর্থোপেডিক (Orthopaedic)

  • কার্ডিওলজিস্ট (Cardiologist)

  • গাইনোকলজিস্ট (Gynaecologist)

  • স্কিন স্পেশ্যালিস্ট (Skin Specialist)

  • মেডিসিন স্পেশ্যালিস্ট (Medicine Specialist)

  • আই স্পেশ্যালিস্ট (Eye Specialist)

<h4>উদ্দেশ্য: সুস্থ গ্রাম, সুস্থ সমাজ</h4>

গ্রামের মানুষের কাছে এই স্বাস্থ্য শিবির একটি উৎসবের মতো। বিকি হাকোলা ভাতৃ মিলন সংঘ প্রতিষ্ঠানের উদ্যোগে এবং ভারতীয় সেনাদের সহযোগিতা প্রদানে গত কয়েক বছর ধরে এই এলাকায় রক্তদান শিবির ভীষণভাবে সাড়া ফেলেছে। প্রতি বছর ৮ থেকে ৮০ বছরের মানুষ তাতে শামিল হন। এবার বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদানের এই উদ্যোগ আরও বেশি মানুষকে সহযোগিতা করবে এবং গ্রামের মানুষকে সুস্থ থাকতে উৎসাহিত করবে বলেই আশা করা হচ্ছে।

এই প্রথম একসঙ্গে এতজন বিশেষজ্ঞ ডাক্তার গ্রামের মানুষের চিকিৎসা পরিষেবা দিতে আসায় জোরদার প্রস্তুতি শুরু হয়েছে পাঁচলার বিকি হাকোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গনে। রবিবার সকাল থেকেই গ্রামের মানুষ এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy