কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেকবাগান চত্বর। ওপার বাংলায় হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “হিন্দুদের প্রতিবাদ দেখেই মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন।”
শুভেন্দু অধিকারী ওপার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “থানা থেকে পুলিশ একটি ছেলেকে উন্মত্ত মবের হাতে তুলে দিচ্ছে, এমন বর্বরোচিত ঘটনা পৃথিবীতে বিরল। দীপু দাস অন্য ধর্মের প্রতি কোনো উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে প্রমাণ মেলেনি। এটি স্রেফ অবৈধভাবে ক্ষমতা দখলকারী ‘সুদখোর’ ইউনূস সরকারের নির্লজ্জতার উদাহরণ।”
এদিন সামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাসের খুনিদের সাজা ঘোষণার প্রসঙ্গ টেনে শুভেন্দু এক চাঞ্চল্যকর তুলনা করেন। তিনি বলেন, “এপারের হরগোবিন্দ-চন্দন আর ওপারের দীপু দাস—সবই এক। শুধু নাম, সময় আর স্থান আলাদা; কিন্তু আক্রমণকারীরা একই এবং আক্রমণের পদ্ধতিও এক। পুলিশ এই দুই ঘটনার সংযোগ অস্বীকার করলেও বাস্তবটা মানুষের সামনে পরিষ্কার।” উল্লেখ্য, এদিন আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড় নিয়ে দীর্ঘক্ষণ পিচ রাস্তায় বসে বিক্ষোভ দেখান শুভেন্দু।