সোনার গহনা ভেবে প্রায় তিন লক্ষ টাকার ইমিটেশনের গহনা চুরি করে পালাচ্ছিল দুই চোর। কিন্তু পুলিশের টহলদার গাড়ি দেখেই তারা বস্তা ভর্তি গহনা ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করে। শেষ রক্ষা হলো না। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছিল আমতা থানার অন্তর্গত সেনেরডাঙ্গা এলাকায়। স্থানীয় একটি ইমিটেশনের গহনা তৈরির কারখানার অ্যাজবেস্টর ভেঙে চুরি করে পালায় দুই চোর। পালানোর সময় পুলিশের টহলদার গাড়ি দেখে ভয় পেয়েই তারা চুরির সামগ্রী ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়।
পুলিশের জালে ধরা পড়েছে আমতা থানার সেনেরডাঙ্গার বাসিন্দা স্বদেশ রায়। তবে তার এক সঙ্গী এখনও পলাতক। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে প্রায় তিন লক্ষ টাকার ইমিটেশনের গহনা।
সোনার গহনা ভেবেই চুরির পরিকল্পনা:
গ্রেফতার হওয়া ধৃত স্বদেশ রায়ের দাবি, ওই কারখানায় সোনার গহনা তৈরি হয় বলেই তাদের কাছে খবর ছিল। সেই খবর অনুযায়ী তারা চুরির পরিকল্পনা করেছিল। তবে চুরি করে পালানোর সময় পুলিশের গাড়ি দেখেই তারা সবকিছু ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
জগৎবল্লভপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে। ধৃত স্বদেশ রায়কে আজ হাওড়া আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে পলাতক অপর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে।