বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে হামলার হুমকি এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’কে আলাদা করে দেওয়ার উস্কানিমূলক বার্তার জেরে চরম পদক্ষেপ নিল নয়াদিল্লি। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার ঢাকার পর বৃহস্পতিবার রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও (IVAC) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট ও ভারতের প্রতিক্রিয়া:
-
নিরাপত্তায় অগ্রাধিকার: ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা সেন্টারটি বুধবার দুপুর থেকেই বন্ধ। বৃহস্পতিবার রাজশাহী ও খুলনার কেন্দ্র দুটিও পূর্ণদিবসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এগুলো কবে খুলবে, তা স্পষ্ট নয়।
-
বিচ্ছিন্নতাবাদের হুমকি: বাংলাদেশের এনসিপি নেতার ‘সেভেন সিস্টার্স’ কেড়ে নেওয়ার বিতর্কিত মন্তব্য এবং ভারতীয় দূতাবাসে হামলার হুমকির বিষয়টিকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।
-
তলব ও প্রতিবাদ: বুধবারই ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
-
আবেদনকারীদের জন্য বার্তা: যাদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে বলে ওয়েবসাইটের মাধ্যমে আশ্বস্ত করা হয়েছে।
ভারতের সার্বভৌমত্ব নিয়ে এই ধৃষ্টতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না—নয়া দিল্লির এই কড়া বার্তার পর ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন এখন তুঙ্গে।