বুথ লেভেল অফিসারদের (BLO) প্রাপ্য পারিশ্রমিক মেটানো নিয়ে সমস্যা চলছিল রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলও-দের বকেয়া টাকা বাবদ প্রায় ৯০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অর্থ না আসায় এই পারিশ্রমিক মেটানো সম্ভব হচ্ছিল না। তবে স্বস্তির খবর হলো, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই প্রায় ৭০ কোটি টাকা সরকারের তরফ থেকে আসতে চলেছে।কবে টাকা পাবেন বিএলও-রা?মোট প্রাপ্তি: আগে ৬ হাজার টাকার বদলে এখন বর্ধিত হারে ১২ হাজার টাকা করে পাবেন প্রতিটি বিএলও।বকেয়া মেটানোর প্রক্রিয়া: আগামী সপ্তাহে ৭০ কোটি টাকা হাতে এলেই বেশিরভাগটাই বিএলও-দের দিয়ে দেওয়া হবে। জেলাশাসকদের কিছু বিলও এর মাধ্যমে মেটানো হবে।বাকি টাকা: যে টাকা বাকি থাকবে, তা এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হবে।সময়সীমা: নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই বিএলও-দের টাকা দেওয়ার কাজ শুরু হবে।বাড়ল ভাতা, কেন এই সমস্যা?বিএলও-দের কাজ গত কয়েক মাসে আরও কঠিন হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় তাঁদের বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করতে হয়েছে এবং অনুপস্থিত ভোটারদের বাড়িতে একাধিকবার যেতে হয়েছে। এই কাজের চাপ সামলাতে না পেরে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি আত্মহত্যার মতো অভিযোগও সামনে এসেছে।এই কঠিন পরিস্থিতির মুখে নির্বাচন কমিশন সম্প্রতি তাঁদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে।পদপুরনো ভাতা (২০১৫ থেকে)নতুন বর্ধিত ভাতাবিএলও (BLO)৬ হাজার টাকা১২ হাজার টাকাবিএলও সুপারভাইজর১২ হাজার টাকা১৮ হাজার টাকাএআরও (AERO)কোনো টাকা পেতেন না২৫ হাজার টাকাইআরও (ERO)কোনো টাকা পেতেন না৩০ হাজার টাকাপ্রায় ১০ বছর পর এই ভাতা বৃদ্ধি করা হলো। বর্ধিত ভাতা ঘোষণার পরেও রাজ্য সরকারের তহবিল থেকে টাকা না আসায় পারিশ্রমিক মেটাতে এই সমস্যা দেখা দিয়েছিল।
Home
OTHER NEWS
সুখবর! বিএলও-দের প্রাপ্য বকেয়া টাকা মেটানোর তোড়জোড়, প্রায় ৭০ কোটি টাকা আসছে আগামী সপ্তাহেই