রাজস্থানের উদয়পুরে এক নামী আইটি কোম্পানির মহিলা ম্যানেজারের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস গণধর্ষণের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। অফিসের সিইও-র জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে খোদ বস এবং এক মহিলা সহকর্মীর স্বামীর লালসার শিকার হলেন ওই উচ্চপদস্থ আধিকারিক। এই ঘটনায় পুলিশ সিইও সহ এক মহিলা এক্সিকিউটিভ ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে।
পরিকল্পিত ষড়যন্ত্র ও নারকীয় লালসা: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিইও ওই মহিলা ম্যানেজারকে পার্টিতে আসার জন্য জোর দিয়েছিলেন। পার্টি শেষে নির্যাতিতা নিজের স্বামীর জন্য অপেক্ষা করলেও, কোম্পানির মহিলা এক্সিকিউটিভ তাঁকে জোর করে নিজের গাড়িতে তোলেন। গাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন সিইও এবং ওই এক্সিকিউটিভের স্বামী গৌরব সিরোহি। অভিযোগ, পথিমধ্যে সিইও ওই তরুণীকে একটি সিগারেট দেন, যাতে মাদক মেশানো ছিল। সেটি খাওয়ার পরই জ্ঞান হারান নির্যাতিতা। এরপর রবিবার ভোর পর্যন্ত চলন্ত গাড়িতেই চলে পৈশাচিক গণধর্ষণ।
পুলিশি তৎপরতা ও তদন্ত: পরদিন সকালে জ্ঞান ফিরলে নির্যাতিতা বুঝতে পারেন তাঁর সঙ্গে কী জঘন্য অপরাধ ঘটেছে। তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। জেলা পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, “নির্যাতিতার শারীরিক পরীক্ষায় একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।” পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সিইও, মহিলা এক্সিকিউটিভ এবং তাঁর স্বামী গৌরবকে গ্রেফতার করে চার দিনের পুলিশি হেফাজতে নিয়েছে।
সিসিটিভি ও অডিও-ভিডিও প্রমাণের খোঁজ: মামলাটি বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মাধুরী ভার্মার অধীনে তদন্তাধীন। গাড়ির ভেতরের কোনো অডিও-ভিডিও রেকর্ডিং বা রাস্তার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।