সামান্য মাথা ব্যথা বা জ্বরে প্যারাসিটামল কিংবা গ্যাসের সমস্যায় প্যান-৪০ খাওয়া এখন অনেকেরই নিত্যদিনের অভ্যাস। কিন্তু সেই ওষুধই কি আপনার অজান্তে শরীরের বড় ক্ষতি করছে? সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-র সাম্প্রতিক রিপোর্টে এক ভয়ানক তথ্য সামনে এসেছে। নভেম্বর মাসের গুণমান পরীক্ষায় ২০৫টি ওষুধ মানোত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে।
জানা গিয়েছে, ৬৪টি ওষুধকে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি এবং ১৪১টি ওষুধকে স্টেট ড্রাগস ল্যাবরেটরিগুলো মানহীন বা ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ হিসেবে চিহ্নিত করেছে। সবথেকে উদ্বেগের বিষয় হলো, প্যান-৪০ (প্যান্টোপ্রাজল) এবং টেলমা-৪০ (টেলমিসার্টান)-এর মতো দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের কিছু নমুনাকে ‘নকল’ (Spurious) বলে ঘোষণা করা হয়েছে।
আসল মোড়কে নকলের কারবার: তদন্তে দেখা গিয়েছে, নামী ব্র্যান্ডের আসল মোড়ক ব্যবহার করে নকল ওষুধ বাজারে ছাড়া হচ্ছিল। এমনকি আসল প্রস্তুতকারক সংস্থাগুলোও সাফ জানিয়েছে যে, উদ্ধার হওয়া ওই নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলো তাদের তৈরি নয়। গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছে সাধারণ মানুষের অতি পরিচিত প্যারাসিটামল, প্যান-ডি, একাধিক কাফ সিরাপ এবং মাল্টি-ভিটামিনও। গত বছরের অগস্টেও ৫৩টি ওষুধ একইভাবে ব্যর্থ হয়েছিল। এই বিপুল পরিমাণ নিম্নমানের ও নকল ওষুধ কীভাবে বাজারে ছড়িয়ে পড়ল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।