সাগরদ্বীপে বাঁধ ভাঙার আতঙ্ক! গঙ্গাসাগর মেলার আগে যথেচ্ছ বালি কাটায় ক্ষুব্ধ স্থানীয়রা, কী পদক্ষেপ নিলেন মন্ত্রী?

আগামী ৮ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই উপলক্ষে ঘাটের মেরামতির জন্য সাগরদ্বীপে বালি কাটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। বেগুয়াখালি এলাকা থেকে ঠিকাদার সংস্থা যথেচ্ছভাবে বালি কাটছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের মূল উদ্বেগ হল, বেগুয়াখালি মেটের খালপাড় থেকে এভাবে বালি কেটে মেলা প্রাঙ্গণের সি-বিচে ফেললে, পার্শ্ববর্তী ‘আইলা বাঁধটি’ দুর্বল হয়ে ধসে যেতে পারে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় নোনা জল ঢুকে গোটা এলাকা প্লাবিত হওয়ার চরম আশঙ্কা তৈরি হবে।

স্থানীয়রা বালি কাটার এই কাজ বন্ধ করার দাবি জানালে বিষয়টি দ্রুত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নজরে আসে। তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পাঠান এবং অবিলম্বে বালি কাটার কাজ বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এডুকেশন ডিপার্টমেন্ট ‘অবৈজ্ঞানিক পদ্ধতিতে’ বালি কাটছে এবং এর পেছনে শাসকদলের নেতাদের মদদ রয়েছে। বিরোধীরা কটাক্ষ করে বলেন, বাঁধ ভাঙলে সেই মেরামতির কোটি কোটি টাকা নেতা-আমলাদের পকেটে ঢুকবে। স্থানীয়দের পক্ষ থেকে এই বিতর্কিত বালি কাটার প্রক্রিয়ার বিরুদ্ধে গঙ্গাসাগর কোস্টাল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy