অন্য রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে গা ঢাকা দেওয়ার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সল্টলেকে। রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় গুজরাতের ৪ দুষ্কৃতী কলকাতায় এসে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা অভিযান চালিয়ে তাদের মধ্যে ৩ জনকে পাকড়াও করলেও, এখনও পলাতক রয়েছে এক দুষ্কৃতী।
এই গ্রেফতারের পর সল্টলেক হায়াত হোটেলের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ব্যাগ দুটি অভিযুক্তদেরই। ব্যাগের মধ্যে কী রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
সল্টলেকে রুদ্ধশ্বাস অভিযান
বৃহস্পতিবার সন্ধে নাগাদ সল্টলেকের অভিজাত এলাকার আবাসনে যা ঘটল, তা যেন কোনও অ্যাকশন সিনেমার টুকরো দৃশ্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা রাজস্থানের ব্যবসায়ীকে খুন করে কলকাতা থেকে অন্য দেশ বা রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল।
অভিযান: এদের খোঁজ পেয়ে ফুলবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। শুরুতে ধরা পড়ে ২ জন।
পালাবার চেষ্টা: সেই সময় ১ দুষ্কৃতী ফুলবাগান থেকে সল্টলেকের পথে পালায়। তার মধ্যে ১ জন তাড়া খেয়ে পূর্বাচল আবাসনের পাঁচিল টপকে চত্বরে ঢুকে পড়ে।
আশ্রয়: এরপর সে সোজা ঢুকে পড়ে আবাসনেরই M বিল্ডিং-এর আবাসিক বিদ্যাসাগর কলেজের অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের ফ্ল্যাটের মধ্যে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার পর ট্যাক্সি স্ট্যান্ড থেকে রহস্যজনক ব্যাগ উদ্ধার হওয়ায় তদন্তের নতুন মোড় যোগ হলো। পুলিশ পলাতক চতুর্থ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।