যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বুধবার সকাল থেকেই তৈরি হল তুমুল উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে অনুষ্ঠান শুরুর ঠিক আগেই ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়লেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল ১০টা নাগাদ তিনি ক্যাম্পাসে প্রবেশ করতেই SFI সমর্থকরা তাঁদের একগুচ্ছ দাবি নিয়ে তাঁকে ঘিরে ধরেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবি, বিশ্ববিদ্যালয়ে দ্রুত আইসিসি (ICC) নির্বাচন করতে হবে। এ ছাড়াও পরিকাঠামোগত বেহাল দশা, অনিয়মিত ক্লাস এবং ল্যাবে পর্যাপ্ত সরঞ্জামের অভাব নিয়ে সরব হন পড়ুয়ারা। SFI সদস্য সঙ্গীতা কুণ্ডু জানান, “বিশ্ববিদ্যালয়টি প্রথম সারির তকমা পেলেও এখানে নিরাপত্তার অভাব রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই। আচার্য যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রধান, তাই আমাদের দাবিগুলো তাঁর সামনেই তুলে ধরেছি।”
বিক্ষোভের মাঝেও শুরু অনুষ্ঠান: ছাত্রদের স্লোগান ও বিক্ষোভ চললেও তা এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনেই সমাবর্তন প্রক্রিয়া শুরু হয়। আচার্য সিভি আনন্দ বোসের উপস্থিতিতে প্রথমে ‘কোর্ট বৈঠক’ অনুষ্ঠিত হয়। এরপর প্রথা মেনে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন তিনি। প্রাক্তনীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর মূল সমাবর্তন অনুষ্ঠানটি শুরু হয়। ক্যাম্পাসে উত্তেজনার আবহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।