সন্দেশখালি কাণ্ডে বড় ধামাকা! সাক্ষীকে খুনের চেষ্টার ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার, ফাঁস হচ্ছে চক্রান্তের জাল?

সন্দেশখালিতে শাহজাহান শেখ মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। গত ১০ ডিসেম্বর বাসন্তী রোডে যে ভয়ঙ্কর ট্রাক দুর্ঘটনা সাজানো হয়েছিল, তার মূল কারিগর ও ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে প্রশাসন। সোমবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।

তদন্তে উঠে এসেছে এক শিহরণ জাগানো তথ্য। অভিযোগ, শাহজাহান মামলার সাক্ষীকে চিরতরে সরিয়ে দিতে লক্ষাধিক টাকার বিনিময়ে ১৬ চাকার ট্রাক নিয়ে হামলা চালিয়েছিল আলিম। এই ঘটনায় ভোলা ঘোষ প্রাণে বাঁচলেও তার গাড়ির চালক ও পুত্র প্রাণ হারান। সিসিটিভি ফুটেজ এবং এর আগে ধৃত চার অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পর বাইকে করে আলিমকে পালাতে সাহায্য করেছিল নজরুল মোল্লা।

রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার এক গোপন ডেরা থেকে পুলিশ আলিমকে পাকড়াও করে। এই সাফল্যে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ভোলা ঘোষ বলেন, “পুলিশের ওপর আমার আস্থা ছিল। আশা করছি এই ষড়যন্ত্রের পেছনে থাকা বাকি রাঘববোয়ালরাও দ্রুত ধরা পড়বে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy