‘সংসদ ড্রামা করার জায়গা নয়’– মোদীর কটাক্ষের কড়া জবাব অভিষেকের! SIR-এর জেরে বাংলায় ৪০ জনের মৃত্যুর দাবি

নির্বাচনের ঠিক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির শুরু করলেন। সোমবার মহেশতলা বিধানসভার অন্তর্গত একাধিক এলাকায় এই শিবিরের উদ্বোধন করেন তিনি।ডায়মন্ড হারবার মডেলের জয়যাত্রা:’ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী মঞ্চ থেকে স্বাস্থ্যশিবিরের আগামীর রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “মহেশতলার জন্য দু’টি স্বাস্থ্যশিবির করা হয়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছেন। আমরা কাউকে ফেরায়নি। আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য বিধানসভাগুলিতে ৭ দিনের জন্য একটি করে স্বাস্থ্যশিবির করব।”ইতিমধ্যেই ১২ লক্ষ মানুষকে বিনামূল্যে পরিষেবা প্রদান করা হয়েছে ‘সেবাশ্রয় ২’-এর অধীনে। অভিষেক জানান, প্রত্যেক রোগীর ওষুধপত্রেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও তাঁদের শারীরিক অবস্থার আপডেট নেওয়া হবে।মোদীকে কড়া জবাব ও SIR বিতর্ক:সোমবার শীতকালীন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘সংসদ ড্রামা করার জায়গা নয়।’ মোদীর এই মন্তব্যে চটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সেবাশ্রয় ২’-এর মঞ্চ থেকেই তিনি এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন:“এসআইআর-এর জেরে বাংলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আমরা এসআইআর-এর বিরোধী নই। কিন্তু এই অপরিকল্পিত উদ্যোগের বিরোধী। ছয় মাস ধরে এসআইআর করুন, আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বিএলওদের সঠিক ভাবে প্রশিক্ষণ দিন। আর আমরা এই সব নিয়ে আলোচনা চাইলে আমাদের দাবিকে ড্রামা বলা হয়।”কেন্দ্রের বকেয়া ও রাজ্যের করের খতিয়ান:ভোটার তালিকার পরিমার্জন ছাড়াও বঞ্চনা ইস্যুতে সরব হন অভিষেক। তিনি অভিযোগ করেন, ‘হাইকোর্ট একশো দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। কিন্তু মোদী সরকার সেই নির্দেশকেও এখনও মানেনি। রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এক টাকাও ফেরত দেয়নি কেন্দ্র।’অভিষেক তাঁর বক্তব্যে রাজ্যের থেকে পাওয়া করের খতিয়ানও তুলে ধরেন। তাঁর দাবি, গত সাত বছরে কেন্দ্র প্রত্যক্ষ এবং পরোক্ষ করের দৌলতে বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে।অর্থবর্ষকেন্দ্রের হাতে তুলে দেওয়া করের পরিমাণ (কোটি টাকায়)২০১৭-১৮৬৩,৪০৭২০১৮-১৯৮৪,৪১৯২০১৯-২০৮৪,০১৫২০২০-২১৮০,০০৪২০২১-২২১,০১,৬৭৩২০২২-২৩১,১৩,৬২১২০২৩-২৪১,২২,৯৮৮

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy