সংসদের দুই কক্ষে বিরোধীদের তীব্র আপত্তি ও ওয়াকআউটের মধ্যেই পাশ হয়ে গেল কেন্দ্র সরকারের বিতর্কিত ‘জিরামজি’ বিল। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া টানটান উত্তেজনার পর মধ্যরাতে রাজ্যসভাতেও ধ্বনি ভোটে এই বিল পাশ করিয়ে নেয় মোদি সরকার। কেন্দ্রের এই পদক্ষেপের প্রতিবাদে এবং মনরেগা (১০০ দিনের কাজ) প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার অভিযোগে রাতভর সংসদের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
মকরদ্বারে রাতভর ধরনা: বিল পাশের প্রতিবাদে সংসদ ভবনের মকরদ্বারের সামনে ধরনায় বসেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ-সহ একাধিক তৃণমূল সাংসদ। তাঁদের অভিযোগ:
অগণতান্ত্রিক পদক্ষেপ: বিরোধীরা বিলটি পর্যালোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানালেও সরকার তা কর্ণপাত করেনি।
মনরেগা বিতর্ক: ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে নতুন নাম দেওয়ার বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছে তৃণমূল।
প্রতীকী প্রতিবাদ: বিক্ষোভের সময় সাংসদদের হাতে ছিল মহাত্মা গান্ধী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তাঁদের দাবি, মহাত্মার নাম মুছে আসলে কবিগুরুকেও অপমান করছে কেন্দ্র।
সংসদে যা ঘটল (বৃহস্পতিবার): ১. লোকসভা: বৃহস্পতিবার দুপুরে বিলটি নিয়ে আলোচনা শুরু হতেই বিরোধীরা ওয়াকআউট করেন। এরপর সংখ্যাগরিষ্ঠতার জোরে ধ্বনি ভোটে বিলটি পাশ হয়। ২. রাজ্যসভা: উচ্চকক্ষেও রাত ১২টা পর্যন্ত চলে তীব্র বাদানুবাদ। ১২টা ১৫ মিনিট নাগাদ বিলটি পাশ করিয়ে নেয় শাসক দল। ৩. প্রতিবাদ মিছিল: বিল পাশের পর ‘যব তক সুরজ চাঁদ রহেগা, গান্ধী তেরা নাম রহেগা’ স্লোগান দিয়ে সংসদ চত্বরে মিছিল করেন অসিত মাল ও মিতালি বাগের মতো সাংসদরা।