ঘূর্ণিঝড় ‘দিতওয়াহা’-র ধ্বংসলীলায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার পাশে ত্রাতা হিসেবে দাঁড়াল ভারত। মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। সেখানে তিনি শ্রীলঙ্কার পুনর্গঠনের জন্য ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজ রাস্তাঘাট, রেলপথ মেরামত, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ব্যয় করা হবে।
এদিন দুই নেতা যৌথভাবে উত্তর শ্রীলঙ্কার কিলিনোচ্চি জেলায় ১২০ ফুট দীর্ঘ একটি দ্বৈত-ক্যারেজওয়ে বেইলি ব্রিজের উদ্বোধন করেন। ১১০ টন ওজনের এই বিশালাকার সেতুটি ভারত থেকে বিশেষ বিমানে উড়িয়ে আনা হয়েছিল এবং ‘অপারেশন সাগর বন্ধু’-র অধীনে অত্যন্ত দ্রুততার সঙ্গে স্থাপন করা হয়েছে। জয়শঙ্কর এক্স (টুইটার) হ্যান্ডেলে জানান, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘ভিশন সাগর’-এর আওতায় ভারত সবসময়ই প্রথম দেশ হিসেবে শ্রীলঙ্কার সংকটে পাশে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২৮ নভেম্বর থেকেই ভারত ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। গত সপ্তাহে সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে বিপুল পরিমাণ ওষুধ ও শুকনো রেশন পৌঁছে দেওয়া হয়েছিল। কিলিনোচ্চি ও চিলাও এলাকায় যোগাযোগ ব্যবস্থা ফেরাতে ভারতীয় ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করে চলেছেন। জয়শঙ্করের এই সফর দুই দেশের সভ্যতার বন্ধনকে আরও সুদৃঢ় করল।