পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আজ নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর মেগা জনসভা। কিন্তু সভা শুরু হওয়ার আগেই আনন্দ বদলে গেল গভীর শোকে। শনিবার ভোরে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝে রেললাইনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মুর্শিদাবাদ থেকে আসা ৩ বিজেপি কর্মী। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।
কীভাবে ঘটল এই মৃত্যুমিছিল? জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা এলাকা থেকে একটি বাসে করে বিজেপি কর্মীরা তাহেরপুরে আসছিলেন। ভোর ৫টা নাগাদ বাস পার্কিং করে কর্মীরা যখন রেললাইনের ধারে শৌচকর্ম সারতে যান, তখনই ঘটে বিপত্তি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দ্রুতগতির ট্রেনের আওয়াজ বা আলো তাঁরা বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের পরিচয়:
রামপ্রসাদ ঘোষ (৭২)
মুক্তিপদ সূত্রধর (৬৩)
গোপীনাথ দাস (৪৭)
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন এবং দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মোদীর আজকের কর্মসূচি: সকাল ১০টা ৩৩ মিনিটে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ। সেখান থেকে কপ্টারে চেপে তিনি সরাসরি তাহেরপুর পৌঁছান। আজ প্রায় ৩,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি মতুয়া গড়ে বড় কোনো রাজনৈতিক বার্তা তিনি দেন কি না, সেদিকেই নজর গোটা রাজ্যের।