অমিত শাহ-র সঙ্গে বৈঠকের রেশ কাটতে না কাটতেই চেনা ছন্দে ফিরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফের রাজ্য রাজনীতিতে স্বমহিমায় অবতীর্ণ হলেন তিনি। এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুর্গা অঙ্গন’।
শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে দিলীপ ঘোষ বলেন, “রাজ্যে কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু মেলা আর খেলা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে। এখন আবার নতুন করে ‘দুর্গা অঙ্গন’ তৈরির নামে ভাঁওতাবাজি শুরু হয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এভাবে নষ্ট করার কোনো মানে হয় না।” শাহ-র সঙ্গে বৈঠকের পর দিলীপের এই শরীরী ভাষা এবং আক্রমণাত্মক মেজাজ দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে রাজ্য বিজেপি তাঁকে ফের ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে ব্যবহার করতে চলেছে।