সুন্দরবনের জঙ্গলে খাবারের তীব্র সংকট! আর সেই পেট চালাতেই এবার লোকালয়ে হানা দিচ্ছে হনুমানের দল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও মিনাখাঁ ব্লকের গ্রামগুলিতে এখন মানুষের থেকে হনুমানদের দাপটই বেশি। কখনও মুদি দোকানের শোকেসে বসে লেজ দুলিয়ে আলুর চিপস খাচ্ছে, তো কখনও সরাসরি দোকানের ভিতর ঢুকে খাবারের বোয়াম বগলদাবা করে পালাচ্ছে তারা।
দোকানেই ভূরিভোজ: গত এক সপ্তাহ ধরে এই উপদ্রব চরমে পৌঁছেছে। ব্যবসায়ীদের অভিযোগ:
অভুক্ত হনুমান: দোকানের বেঞ্চে আয়েশ করে বসে চানাচুর বা বিস্কুট খাওয়ার দৃশ্য এখন নিত্যদিনের।
লুটতরাজ: দোকানদার একটু অন্যমনস্ক হলেই ফলের ঝুড়ি বা কুরকুরের প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছে তারা।
আতঙ্কে গ্রাম: বড়দের পাশাপাশি ছোট শিশুরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, কারণ খাবার না পেলেই তেড়ে আসছে হনুমানেরা।
কেন এই পরিস্থিতি? পরিবেশবিদদের মতে, এই সংকটের মূলে রয়েছে জঙ্গলের বাস্তুতন্ত্রের বিনাশ।
খাবারের অভাব: পরিবেশবিদ রঞ্জিত মুখার্জির দাবি, সুন্দরবন এলাকায় নির্বিচারে গাছ কাটার ফলে বুনো ফলের গাছ কমে গিয়েছে।
বাস্তুহারা প্রাণী: খাদ্যের সন্ধানেই প্রাণীরা জঙ্গল ছেড়ে লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা কার্যত ‘ভিখারির’ মতো হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।