‘লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়!’ Messi শো-এর অব্যবস্থা, সুজিত-অরূপের গ্রেফতারের দাবি তুলে শুভেন্দু অধিকারীর চরম হুঁশিয়ারি!

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থার ঘটনায় এবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী—ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু—এর অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী একটি দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে গোটা ঘটনাকে ‘লজ্জা, মমতা বন্দ্যোপাধ্যায়!’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, এই অনুষ্ঠানটি ‘টিএমসি-র লুটের উৎসবে’ পরিণত হয়েছে এবং ‘খেলা হবে’ সার্কাসকে লুটের উৎসব বলে আখ্যা দেন।

শুভেন্দু অধিকারীর মূল অভিযোগ:

  • দ্বিতীয় শ্রেণির নাগরিক: লক্ষ লক্ষ টাকা খরচ করে টিকিট কেনা সত্ত্বেও ফুটবলপ্রেমী বাঙালি দর্শকদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে।

  • ভিআইপি শকুন: অরূপ বিশ্বাস, সুজিত বসু এবং তাঁদের ১০০ জনেরও বেশি তোষামোদকারী ভিআইপি দল রক্তপিপাসু জোঁকের মতো মেসিকে ঘিরে ধরেছিল, অথচ সাধারণ ভক্তরা গ্যালারিতে আটকে ছিলেন এবং বড় স্ক্রিনে মাত্র ৫-৭ মিনিটের জন্য মেসিকে দেখতে পেয়েছেন।

  • তোলাবাজির কৌশল: জলের বোতল নিষিদ্ধ করে ২০ টাকার বোতল ২০০ টাকায় বিক্রি করা হয়েছে, যা ‘টিএমসি-র তোলাবাজির চিরাচরিত কৌশল’।

বিরোধী দলনেতার কড়া দাবি:

১. টিকিটের ১০০% টাকা ফেরত: গ্যালারিতে টিকিট কেটেছেন এমন প্রতিটি দর্শককে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। ২. মন্ত্রী-আয়োজকের গ্রেফতার: এই ‘সরকার-পৃষ্ঠপোষকিত আইনহীনতা, লুট এবং বিশৃঙ্খলার’ জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু এবং মূল আয়োজক শতদ্রু দত্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ৩. মুখ্যমন্ত্রীর পদত্যাগ: বিশ্ব মঞ্চে পশ্চিমবঙ্গের নামকে কলঙ্কিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশৃঙ্খলার অভিযোগে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারও করা হয়েছে। বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছেড়ে কলকাতা ত্যাগ করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy