“লক্ষ্মীর ভাণ্ডারে কিছুই হবে না!” হুগলিতে দাঁড়িয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর

বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’কে কেন্দ্র করে সরগরম হুগলির মানকুণ্ডু। আর সেই সভার মূল আকর্ষণ ছিলেন টলিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। চেনা মেজাজে মঞ্চ মাতানোর পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। বিশেষ করে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে কটাক্ষ করে মিঠুন বলেন, “এই সামান্য কয়েকশ টাকায় মানুষের স্থায়ী উন্নয়ন হয় না।” তাঁর দাবি, রাজ্যের সাধারণ মানুষকে ভিখারি বানিয়ে রাখার চেষ্টা হচ্ছে, যার উত্তর ব্যালট বক্সে মিলবে।

শুধু রাজ্যের রাজনীতি নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং হিন্দুদের ওপর আক্রমণ নিয়েও এদিন তীব্র হুঙ্কার ছাড়েন মিঠুন। আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, “ওখানকার হিন্দুদের দিকে হাত বাড়ালে আমরাও চুপ করে বসে থাকব না।” দুর্নীতি ইস্যুতে শাসক দলকে বিঁধে তিনি আরও জানান যে, সাধারণ মানুষের টাকা লুঠ করে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। মানকুণ্ডুর জনসভায় এদিন মিঠুনকে দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মহাগুরুর পুরনো ছবির সংলাপের ধাঁচেই এদিন রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন তিনি, যা কার্যত আসন্ন রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy