লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা রূপশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পের পর এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য খুশির খবর নিয়ে এল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে (SHG) আর্থিক সহায়তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘জাগো প্রকল্প’ (Jaago Scheme)। এই প্রকল্পের অধীনে প্রতিটি যোগ্য গোষ্ঠী সরাসরি ৫,০০০ টাকা করে বার্ষিক অনুদান পাবে।
কারা পাবেন এই সুবিধা? রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগের লক্ষ্য হলো গ্রামীণ ও শহরের মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে স্বনির্ভর গোষ্ঠীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
গোষ্ঠীটিকে অন্তত এক বছরের পুরনো হতে হবে।
গোষ্ঠীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে ন্যূনতম ৫,০০০ টাকা জমা থাকতে হবে।
যাঁরা ইতিপূর্বে ব্যাঙ্কের ক্রেডিট লিঙ্ক বা টার্ম লোনের সুবিধা নিয়েছেন, তাঁরাও এই অনুদান পাবেন।
গোষ্ঠীটি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হওয়া বাধ্যতামূলক।
আবেদন পদ্ধতি: জাগো প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য কোনো দীর্ঘ ফর্মে আবেদন করার প্রয়োজন নেই। নথিভুক্ত ও যোগ্য গোষ্ঠীগুলির তথ্য সরাসরি তথ্যভাণ্ডার থেকে সংগ্রহ করে ডিবিটি (DBT) বা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হবে। নিজের গোষ্ঠীর স্ট্যাটাস জানতে হলে নথিভুক্ত মোবাইল নম্বর থেকে ৭৭৭৩০০৩০০৩ (7773003003) নম্বরে একটি মিসড কল দিলেই বিস্তারিত তথ্য জানা যাবে।
রাজ্য সরকারের এই পদক্ষেপে প্রায় ১ কোটি মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে ছোটখাটো ব্যবসা বা হাঁস-মুরগি পালনের মতো কাজে গ্রামীণ মহিলারা আরও বেশি উৎসাহ পাবেন।