পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকায় রোটার-যুক্ত একটি ট্রাক্টর উলটে চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুই পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার; গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে শোক ও আতঙ্কের আবহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে শ্রমিকরা জমিতে কাজ শেষ করে ভারী রোটার লাগানো ট্রাক্টরে করে গ্রামে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটি রাস্তার ধারে নেমে গিয়ে উলটে যায় এবং মুহূর্তের মধ্যে রোটার-সহ পুরো ট্রাক্টরটি দুই শ্রমিক, হপন বেসরা এবং সুখচাঁদ বেসরার উপর চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করলেও রোটার-যুক্ত ট্রাক্টরের বিশাল ওজনের নিচে পিষ্ট হয়ে যাওয়া দুই শ্রমিককে আর বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত হপন বেসরা এবং সুখচাঁদ বেসরা দু’জনেই এলাকার পরিচিত পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁদের অকাল মৃত্যুতে পরিবারগুলিতে নেমে এসেছে শোকের মাতম।
পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি অথবা চালকের অসতর্কতাকেই দুর্ঘটনার কারণ বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গ্রামীণ রাস্তায় ভারী কৃষিযানের নিরাপত্তা উপেক্ষিত থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দুই শ্রমিকের করুণ মৃত্যু এবং দুর্ঘটনার নির্মমতা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।