রাতের অন্ধকারে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল বসিরহাট থানার পুলিশ। ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে গোটরা গ্রাম পঞ্চায়েতের সশিনা বাজার সংলগ্ন এলাকা থেকে অস্ত্র, জাল নোট এবং একটি চারচাকা গাড়ি সহ মোট ৫ জন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ডাকাতির উদ্দেশে সশিনা বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পৌঁছতেই বসিরহাট থানার ভারপ্রাপ্ত আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের নির্দেশে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশের আচমকা উপস্থিতিতে দুষ্কৃতীরা ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলেও, পাঁচজনকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। আরও কয়েকজন সঙ্গী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
ধৃতদের পরিচয় ও বাজেয়াপ্ত সামগ্রী:
ধৃতরা হলো— দীপক শীল, সুবীর দে, হাফিজুর রহমান, আমিরুল রহমান ও মোকসেদ আলী সর্দার।
অভিযান চলাকালীন ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে:
একটি ৭ এমএম পিস্তল
২ রাউন্ড গুলি
২টি ওয়াকিটকি সেট
১৫ হাজার টাকার ভারতীয় জাল নোট
একটি চারচাকা গাড়ি
পুলিশের ধারণা, পরিকল্পিত ডাকাতির উদ্দেশেই তাঁরা ওই সরঞ্জাম নিয়ে সেখানে জড়ো হয়েছিল।
দীর্ঘদিনের অপরাধের অভিযোগ:
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও রাহাজানির একাধিক অভিযোগ জমে রয়েছে। রাতের অন্ধকারে বাজার এলাকা ও আশেপাশের গ্রামের পথচলতি মানুষকে টার্গেট করে তাঁরা চুরি, ছিনতাই ও হুমকি-ধমকির মতো দুষ্কর্ম চালাত বলেই সন্দেহ।
ধৃতদের এদিন বসিরহাট আদালতে পেশ করা হয় এবং তদন্তকারী অফিসার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন। পুলিশ বাজেয়াপ্ত হওয়া চারচাকা গাড়িটি কোন কাজে ব্যবহার হচ্ছিল, সেটি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশি তৎপরতায় বড়সড় অপরাধমূলক পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এলাকায় স্বস্তিতে ফিরেছে স্থানীয়রা।