রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রগুলো মূলত ‘হটসিট’ হিসেবে বিবেচিত হয়, সেই সমস্ত কেন্দ্র থেকে এবার বহু ভোটারের নাম বাদ পড়তে পারে। এনুমারেশন ফর্ম ফেরত আসা এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষের পর নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য সামনে এসেছে।
কোন কোন গুরুত্বপূর্ণ কেন্দ্রে কত নাম বাদ পড়তে পারে (সম্ভাব্য):
-
চৌরঙ্গী: ৭৪ হাজারের বেশি নাম।
-
কলকাতা বন্দর: ৬৩ হাজার ৭৩০ জনের নাম।
-
বালিগঞ্জ: ৬৫ হাজার ১৭১ জনের নাম।
-
এন্টালি: ৪৯ হাজার ৮৪ জনের নাম।
-
বেলঘাটা: ৫৬ হাজার ৪৮৭ জনের নাম।
-
ভবানীপুর: ৪৪ হাজার ৭৮৫ জনের নাম। (বৃহস্পতিবার ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষের পরে প্রায় ৪৫ হাজার নাম বাদ পড়তে পারে)।
-
রাসবিহারী: ৪২ হাজার ৫১৯ জনের নাম।
-
নন্দীগ্রাম: ১০ হাজার ৮৯৯ জনের নাম।
এই তথ্যগুলো কমিশনের কাছে পৌঁছালেও পরবর্তীতে তা আপডেট হতে পারে। কলকাতাতেই এনুমারেশন ফর্মের ফেরত আসার সংখ্যাটা সবথেকে বেশি। বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী, খিদিরপুর এলাকা থেকে সবচেয়ে বেশি ফর্ম ফেরত এসেছে।
১ কোটি ৬৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই:
রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কমিশন সূত্রে খবর:
-
মোট যাচাই: নির্বাচন কমিশন রাজ্যে ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে।
-
বাবার নামে গলদ: এই ভোটারদের মধ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামেই ভুল বা গলদ রয়েছে।
-
যাচাই প্রক্রিয়া: বুথ লেভেল অফিসার (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তার পরেও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে।
কাজের নিরিখে এগিয়ে পূর্ব বর্ধমান:
১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া শুরুর এক সপ্তাহের মাথায় কমিশন জানিয়েছিল, কাজের নিরিখে এগিয়ে বাংলা। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রত্য়েক জেলায় ভালো কাজ হচ্ছে। তবে জেলাভিত্তিক অঙ্কের নিরিখে পূর্ব বর্ধমান এগিয়ে রয়েছে।