রাজ্যের তৈরি অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত ১৬০০ শূন্যপদ তৈরি করে তার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। এবার সেই পদগুলিই বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ‘ওই পদে কোনও নিয়োগ নয়’।
২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই অতিরিক্ত শূন্যপদগুলি তৈরি করা হয়েছিল। আদালত পর্যবেক্ষণ করেছে, সেই কারণে এই পদগুলি বৈধ নয়। বিচারপতি বসু কড়া ভাষায় মন্তব্য করেন, “মৃত প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।” অর্থাৎ, আদালতের মতে, পুরনো ও মেয়াদ উত্তীর্ণ একটি নিয়োগ প্রক্রিয়াকে বাঁচাতে কৃত্রিমভাবে এই পদগুলি তৈরি করা হয়েছিল।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবারই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলায় বড় স্বস্তি পেয়েছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রেখেছিল। কিন্তু সেই স্বস্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অন্য একটি মামলায় সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার।