রণক্ষেত্র গাইঘাটা বিডিও অফিস! জয়েন্ট বিডিও-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিডিও অফিসের সামনে বুধবার দুপুরে আছড়ে পড়ল বিজেপির বিক্ষোভ। ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় বাধা দেওয়া এবং বিজেপির জনপ্রতিনিধিদের কাজ করতে না দেওয়ার অভিযোগে বিডিও অফিস ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে এই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

অভিযোগের তির জয়েন্ট বিডিও-র দিকে: বিজেপির অভিযোগ, এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যকে শারীরিকভাবে হেনস্থা করেছেন গাইঘাটার জয়েন্ট বিডিও। এছাড়াও বিধায়ক স্বপন মজুমদারের দাবি:

  • পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্যদের কোনও কাজ দেওয়া হচ্ছে না।

  • বিরোধী দলনেত্রীকে বসার জন্য ঘর বরাদ্দ করা হয়নি।

  • বিডিও এবং জয়েন্ট বিডিও শাসক দলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন।

ব্যারিকেড ভাঙার চেষ্টা ও উত্তেজনা: এদিন দুপুরে মিছিল করে বিডিও অফিসের সামনে পৌঁছান বিজেপি কর্মীরা। সেখানে পুলিশি ব্যারিকেড দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করা হয়। অভিযোগ, উত্তেজিত কর্মীরা বিডিও অফিসের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ এলাকা উত্তপ্ত থাকে।

বিধায়কের হুঁশিয়ারি: ডেপুটেশন জমা দেওয়ার পর বিধায়ক স্বপন মজুমদার সংবাদমাধ্যমকে জানান, বিডিও এবং জয়েন্ট বিডিও যদি তাঁদের আচরণ সংশোধন না করেন এবং বিরোধীদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে না দেন, তবে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।

প্রশাসনের প্রতিক্রিয়া: বিডিও অফিসের পক্ষ থেকে অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে হেনস্থার অভিযোগ নিয়ে জয়েন্ট বিডিও-র কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy