বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট নজিরবিহীন বিশৃঙ্খলা এবং ভাঙচুরের ঘটনা নিয়ে এবার সরাসরি রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা যখন মাঠে বোতল ছুড়েছেন এবং চেয়ার ভেঙেছেন, সেই ঘটনাকে ‘ম্যাসাকার’ আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন।
তৃণমূলের দিকে সরাসরি অভিযোগ
ঘটনার পর শুভেন্দু অধিকারী তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর গ্রেফতারিও দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, এই ইভেন্টের পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থায় চরম গাফিলতি ছিল, যার নেপথ্যে তৃণমূলের নেতারা যুক্ত।
-
দাবি: শুভেন্দু অধিকারী এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, পাশাপাশি অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর গ্রেফতারির দাবি জানান।
-
ফ্যানেদের পাশে: এই বিশৃঙ্খলায় যে সমস্ত ফ্যানেরা প্রতারিত হয়েছেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “প্রতারিত ফ্যানেদের পাশে আছি, কান ধরে টাকা আদায় করব।”
নিরাপত্তা ও ইভেন্ট ম্যানেজমেন্টে গাফিলতি
শুভেন্দু অধিকারীর অভিযোগ, একটি আন্তর্জাতিক স্তরের ইভেন্টের জন্য যে ধরনের নিরাপত্তা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল, তা পুরোটাই তৃণমূল নেতাদের ব্যক্তিগত ইগোর কারণে ব্যর্থ হয়েছে। এর আগে কলকাতা পুলিশ জানিয়েছিল, কোনো বোতল বা ভারী বস্তু নিয়ে মাঠে ঢোকা যাবে না। কিন্তু বিপুল পরিমাণে জলের বোতল গ্যালারিতে প্রবেশ করে, যা বিশৃঙ্খলার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
বিরোধী দলনেতার এই কঠোর মন্তব্যের পর, যুবভারতীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ল।