যক্ষ্মা বা টিবি-মুক্ত সমাজ গড়তে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। ২০২৬-২৭ অর্থবর্ষের গ্রাম সভার বৈঠক থেকে যক্ষ্মা রোগীদের জন্য বিশেষ পুষ্টি সহায়তা প্রকল্পের সূচনা করা হলো। বুধবার এই বৈঠকের মাধ্যমেই আক্রান্ত রোগীদের হাতে ৬ মাসের সম্পূর্ণ পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান এই উদ্যোগ প্রসঙ্গে জানান, “আমরা শুধুমাত্র টিভির পর্দায় সীমাবদ্ধ থাকতে চাই না; আমরা মানুষের কাজে সর্বদা নিয়োজিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করেই এই উন্নয়নমূলক প্রকল্পটি শুরু করা হলো।”
পঞ্চায়েত সূত্রে আরও জানানো হয়েছে যে, এই সেবামূলক কাজ এখানেই থামবে না। আগামী দিনে যক্ষ্মা রোগীদের পাশাপাশি এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও দীর্ঘ ৯ মাসের পুষ্টিযুক্ত খাবার বিনামূল্যে প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী পদক্ষেপ আগামী দিনে যক্ষ্মা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন।