মোবাইল ও গেমে আসক্ত নয়, প্রতিমা গড়ায় মন! কাশীপুরের ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ্মান দত্তের সৃজনশীলতায় মুগ্ধ সকলে

পুরুলিয়া জেলার কাশীপুরের ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ্মান দত্ত নিজের সৃজনশীলতায় এবার মুগ্ধ করল সকলকে। সে ‘প্লাস্টার অফ প্যারিস’ (Plaster of Paris) দিয়ে মাত্র এক ফুট উচ্চতার এক অনবদ্য কালী প্রতিমা তৈরি করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। শুধু তাই নয়, নিজের হাতে গড়া সেই প্রতিমাকেই এখন নিজের বাড়ির ঠাকুরঘরে সাজিয়ে তুলেছে সে।

প্রতিমার নিখুঁত কারুকাজ, সূক্ষ্ম রঙের ব্যবহার এবং আয়ুষ্মানের ভক্তি ও নিষ্ঠা, সব মিলিয়ে তার এই সৃষ্টি সত্যিই অবাক করেছে সকলকে। পরিবারের সদস্যরাও আয়ুষ্মানের প্রতিভা দেখে গর্বিত ও আনন্দিত।

যেভাবে শুরু হলো সৃজনযাত্রা
আয়ুষ্মান জানায়, বাড়ির পাশেই থাকা পালপাড়ায় মৃৎ শিল্পীদের প্রতিমা তৈরির কাজ দেখেই তারও ইচ্ছে জাগে নিজের হাতে প্রতিমা বানানোর। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার এই সৃজনযাত্রা। প্রায় তিন দিনের শ্রমে সে গড়ে তোলে এই কালী প্রতিমা।

প্রথম সৃষ্টি নয়: এটি তার প্রথম সৃষ্টি নয়। এর আগেও দুর্গাপূজোর সময় সে নিজ হাতে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিল।

অনুরাগ: ছোট থেকেই ছবি আঁকার প্রতি গভীর অনুরাগ আয়ুষ্মানের। পড়াশোনার ফাঁকেই সে ছবি আঁকে, রঙ নিয়ে খেলে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন নতুন সৃষ্টির ভাবনা।

পরিবারের গর্ব
আয়ুষ্মানের মা পায়েল দত্ত বলেন, “বর্তমানে যেখানে অনেক শিশুই মোবাইল ও গেমসের প্রতি আসক্ত, সেখানে আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের চিন্তা করে, সেটাই আমাদের সবচেয়ে অবাক করে। ছোটবেলা থেকেই সে ছবি আঁকতে ভালবাসে, আর এখন সেই ভালবাসাই তাকে প্রতিমা গড়ার অনুপ্রেরণা দিচ্ছে।”

বর্তমান যুগে যেখানে অনেক শিশু মোবাইল ও গেমসের প্রতি আসক্ত হয়ে পড়েছে, সেখানে আয়ুষ্মানের নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy