মেসি বেরিয়ে যেতেই রণক্ষেত্র যুবভারতী! নজিরবিহীন বিশৃঙ্খলায় গ্রেফতার মূল উদ্যোক্তা, শাসক শিবিরকে তুলোধোনা বিরোধীদের

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে এমন চরম বিশৃঙ্খলা ও তাণ্ডব হতে পারে, তা যেন কেউ ভাবতেই পারেননি। তারকা ফুটবলার মাত্র ১০ মিনিটেই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর স্টেডিয়ামের ভিতর বেনজির বিক্ষোভ ও ভাঙচুর দেখা যায়। এই অব্যবস্থাপনার জেরেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

শাসক শিবিরের নেতা হলেও এই কাণ্ডে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট প্রশ্ন তুলেছেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” তিনি আয়োজকদের অপদার্থতা নিয়েও সরব হন।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগতে এতটুকু ছাড়ছে না বিরোধীরা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত সকলেই আয়োজকদের গ্রেফতারের দাবি তুলেছিলেন। শুভেন্দু অধিকারী তো রাজ্যের দুই মন্ত্রীর গ্রেফতারির দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং পুলিশ প্রশাসনের তরফেও টিকিটের টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু শতদ্রু দত্তের গ্রেফতারি এবং কুণাল ঘোষের মতো দলের নেতার ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা রাজ্যের ফুটবলপ্রেমী মানুষের হতাশা ও রাজনৈতিক চাপানউতোরকে আরও বাড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy