বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক এবং প্রশাসনিক তৎপরতা। আজ শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে একাধিক গুরুত্বপূর্ণ খবর। যুবভারতী কাণ্ড থেকে শুরু করে হুগলির বিক্ষোভ— একনজরে দেখে নিন সারাদিনের বাছাই করা লাইভ আপডেট:
১. যুবভারতী কাণ্ডে পুলিশের বড় অ্যাকশন: শতদ্রু দত্তর বাড়িতে হানা যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতর্ক থামছেই না। আজ সকালেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে পৌঁছে গিয়েছে বিধাননগর পুলিশের একটি বিশেষ দল। আর্থিক লেনদেন নাকি অন্য কোনো অনিয়ম— কিসের সন্ধানে এই তল্লাশি, তা নিয়ে বাড়ছে রহস্য।
২. হুগলিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে বিক্ষোভ সরকারি প্রকল্প ঘিরে জনরোষের ছবি ধরা পড়ল হুগলিতে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কাজ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আজ সকালেই এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ।
৩. ভোটমুখী বাংলায় আক্রমণের ধার বাড়াচ্ছে সব পক্ষ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে। শাসক থেকে বিরোধী— প্রতিদিন একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। শিক্ষা, নিয়োগ দুর্নীতি এবং আইন-শৃঙ্খলা ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিরোধীরা, পাল্টা উন্নয়নের খতিয়ান দিচ্ছে তৃণমূল।