কলকাতায় লিওনেল মেসির ইভেন্ট ভেস্তে যাওয়া এবং এর জেরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ ইস্যুতে এবার তৃণমূল সরকারের দিকে সরাসরি আঙুল তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। মঙ্গলবার অরূপ বিশ্বাসের পদত্যাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত গ্রহণ করার পরই মালব্য এই সিদ্ধান্তকে ‘জনরোষ সামাল দেওয়ার চেষ্টা’ বলে ব্যাখ্যা করেন।
অমিত মালব্যের বিস্ফোরক দাবি:
বিজেপি নেতা অমিত মালব্য জোর দিয়ে বলেন যে যুবভারতীতে মেসি ইভেন্টের বিপর্যয় কোনো ‘দুর্ঘটনা’ ছিল না, বরং এটি ছিল তৃণমূল সরকারের তৈরি করা একটি ব্যর্থতা। তিনি দাবি করেন, এই বিপর্যয়ের পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মন্ত্রিসভা এবং প্রশাসনের দুর্বল শাসনব্যবস্থা। মালব্য তৃণমূল সরকারের তিনটি ‘চেনা ছবি’ সামনে এসেছে বলে দাবি করেন:
১. সাধারণ মানুষের টাকা লুট: যা তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। ২. লজ্জাহীন ভিআইপি সংস্কৃতি: যা তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ৩. গভীর ক্রোনি সিস্টেম: মুখ্যমন্ত্রীর মদতে গড়ে ওঠা ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার সংস্কৃতি।
অমিত মালব্যের দাবি, অরূপ বিশ্বাসের এই পদত্যাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সামগ্রিক ব্যর্থতা ঢাকার চেষ্টা মাত্র। তিনি বলেন, এই ইস্তফা দিয়ে জনগণের টাকা অপচয় হওয়া কিংবা ফুটবলপ্রেমীদের মেসিকে কলকাতায় দেখার সুযোগ হারিয়ে যাওয়ার ক্ষতি পূরণ হবে না।
বিজেপি নেতার মতে, এই ইস্তফা খুব দ্রুতই প্রশাসনিক ফাইলের স্তূপে চাপা পড়ে যাবে এবং এর ফলে কোনো ন্যায়বিচার, জবাবদিহি বা অনুশোচনা দেখা যাবে না। তিনি সরাসরি বলেন, এই ঘটনা কোনোভাবেই ‘রাজধর্ম’ নয়, বরং এটি তৃণমূলের প্রশাসনিক দুর্বলতার প্রমাণ।