কলকাতায় লিওনেল মেসির ইভেন্ট ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার তদন্তে এবার বড়সড় পদক্ষেপ নিল বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তের জল কতদূর গড়িয়েছে তা বুঝতে এবার এই ইভেন্টের সঙ্গে যুক্ত থাকা ছয়টিরও বেশি স্পনসর সংস্থাকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
আর্থিক লেনদেনের খোঁজে SIT: তদন্তকারীদের মূল লক্ষ্য হলো এই ইভেন্টের পিছনে কোনও বড়সড় আর্থিক অনিয়ম বা ষড়যন্ত্র ছিল কি না তা খতিয়ে দেখা। ইতিপূর্বেই ইভেন্ট আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, স্পনসরদের থেকে পাওয়া অর্থের সঠিক হিসেব এবং লেনদেনের পদ্ধতি জানতে চায় SIT। ইতিমধ্যেই শতদ্রু দত্তর বাড়ি থেকে মোট তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফোনগুলোর কল লিস্ট এবং চ্যাট খতিয়ে দেখে অনলাইন টিকিট সংস্থা ও স্পনসরদের সঙ্গে কী কথা হয়েছিল, তার সূত্র খুঁজছেন গোয়েন্দারা।
মুখোমুখি জেরা ও টাকার জট: তদন্তে গতি আনতে অনলাইন টিকিট সংস্থার ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে দিল্লি থেকে তলব করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, শতদ্রু দত্ত ও আকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করে SIT। জিজ্ঞাসাবাদের সময় শতদ্রু দাবি করেছেন, টিকিট সংস্থা তাঁকে এখনও টাকা মেটায়নি, আর সেই টাকা না পাওয়া পর্যন্ত সাধারণ দর্শকদের টিকিটের রিফান্ড দেওয়া সম্ভব নয়। যদিও টিকিট সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দর্শকদের টিকিটের টাকা ফেরানোর বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী দিনে এই মামলায় আরও বড় কোনও নাম জড়িয়ে পড়ে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।