ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর ও ক্ষোভের জন্ম হলো। যুবভারতী ক্রীড়াঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে মেসিকে মাত্র ১০ মিনিটের জন্য দেখেই মাঠ ছাড়তে হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এই অব্যবস্থাপনার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মেসির সঙ্গেই হায়দ্রাবাদের বিমানে নিজামের রাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ক্ষোভে জ্বলল যুবভারতী, রিফান্ডের দাবি: এত টাকা খরচ করেও মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। রিফান্ডের দাবিতে বিক্ষোভ শুরু হয় যুবভারতীতে। পরিস্থিতি এতটাই চরম আকার ধারণ করে যে বিক্ষোভকারীরা স্টেডিয়ামের ভিতরে ভাঙচুর চালায় এবং সোফায় আগুন ধরিয়ে দেয়। যদিও পুলিশ দ্রুত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ: এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।
-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য মেসি এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বিশৃঙ্খলার তদন্তের জন্য একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব। বিশৃঙ্খলার কারণে মুখ্যমন্ত্রী নিজে মেট্রোপলিটন পর্যন্ত পৌঁছেও নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে নেন এবং মেসির সঙ্গে তাঁর মুখোমুখি হওয়া হয়নি।
-
রাজ্যপাল সিভি আনন্দ বোস আয়োজকদের দ্রুত গ্রেফতার করার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “আয়োজককে এখনই গ্রেফতার করতে হবে। যারা কষ্টের উপার্জন দিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন, তাঁদের টাকাও ফেরত দিতে হবে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হলো, সেটির ক্ষতিপূরণও দিতে হবে আয়োজক সংস্থাকে।”
কুণালের প্রশ্নে লজ্জিত কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের ‘অপদার্থ’ বলে তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” কুণাল আরও উল্লেখ করেন, ২০১১ সালে মেসি এই যুবভারতীতেই খেলেছিলেন, তখন এমন বাড়াবাড়ি হয়নি। তিনি বলেন, “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল।”
সংক্ষেপে অন্য খবর: কলকাতায় মেসি তাঁর ৭০ ফুট উঁচু মূর্তির ভার্চুয়াল উন্মোচন করেন। এদিকে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে SIR আতঙ্কে মালদহে তৃণমূলের এক বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিরাপত্তা নিশ্চিত করতে তাদের উপর কোনো হিংসার ঘটনা ঘটলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।