মুর্শিদাবাদে প্রস্তাবিত ‘হুমায়ুনের বাবরি মসজিদ’ নির্মাণকে কেন্দ্র করে এবার চরম উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার সেই প্রস্তাবিত জায়গায় বিপুল মানুষের উপস্থিতিতে প্রথম নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। এই বিপুল সমাগমে উচ্ছ্বসিত হয়েছেন উদ্যোক্তা হুমায়ুন কবীর, তবে একইসঙ্গে তিনি মসজিদ নির্মাণ ঘিরে ‘বিশাল ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছেন।
অনুদানে QR কোড জালিয়াতির অভিযোগ
এদিনের অনুষ্ঠানে খোদ হুমায়ুন কবীর মসজিদ নির্মাণকে কেন্দ্র করে একাধিক তোলপাড় করা অভিযোগ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুতর হলো অনুদান সংগ্রহে জালিয়াতির অভিযোগ। তিনি বলেন,
-
QR কোড জালিয়াতি: মসজিদ নির্মাণের জন্য দেওয়া অনুদানের ক্ষেত্রে QR কোড জালিয়াতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবীর।
-
অসামাজিক কাজকর্ম: তিনি বিস্ফোরক দাবি করেন যে, প্রস্তাবিত মসজিদের জায়গায় আগে অসামাজিক কাজকর্ম চলত।
এই ধরনের অভিযোগের ফলে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। হুমায়ুন কবীরের এই মন্তব্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন চাপানউতোর সৃষ্টি করতে পারে।
৩ বছরে শেষ হবে নির্মাণ কাজ
ষড়যন্ত্রের অভিযোগ আনার পাশাপাশি, হুমায়ুন কবীর জোরের সঙ্গে মসজিদ নির্মাণের কাজ শুরু করার ঘোষণা করেছেন। তিনি হুঙ্কার দিয়ে জানিয়েছেন, “ফেব্রুয়ারিতে শুরু হবে এবং তিন বছরে শেষ হবে বাবরি মসজিদ নির্মাণ।” বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে প্রথম নামাজ পাঠের পর উদ্যোক্তার এই ঘোষণা নির্মাণ কাজ দ্রুত শুরু করার ইঙ্গিত দিল।