পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর যে পরিকল্পনা রাজ্য সরকার করেছিল, তাতে কার্যত জল ঢেলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী, রাজ্যপালই পদাধিকারবলে আচার্য থাকবেন এবং এই সিদ্ধান্ত সারা ভারতের সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য হবে।
রাজ্যপাল বলেন, বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এবং তাদের স্বায়ত্তশাসন বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের শিক্ষানীতির প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, সরকার আর্থিক সাহায্য করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক বিষয়ে হস্তক্ষেপের অধিকার রাজ্যের নেই। আচার্য পদে মুখ্যমন্ত্রী বসলে প্রশাসনিক ও রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করবে। এছাড়া ক্যাম্পাসের ভেতরে হিংসা ও দুর্নীতি রুখতে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।