মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বয়ের বস্তি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। জয় প্রকাশ পণ্ডিতের বাড়িতে ভাড়া থাকা দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে দানা বাঁধছে রহস্য। মৃতদের পরিচয় মিলেছে— ২০ বছর বয়সী সঞ্জীব বর্মন, যার বাড়ি ফালাকাটার ছোট শালকুমার গ্রামে এবং ২১ বছর বয়সী অনুপ রায়, যার বাড়ি মেটেলির ধূপঝোরা গ্রামে।
তদন্তে উঠে এসেছে একাধিক রহস্যময় তথ্য। জানা গিয়েছে, এই দুই যুবক মাত্র তিন দিন আগে এখানে ঘর ভাড়া নিয়েছিলেন। পুলিশি তল্লাশিতে জানা যায়, সঞ্জীব গত ১৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন এবং তাঁর পরিবারের পক্ষ থেকে ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। পুলিশের মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ে তাঁর অবস্থান মালবাজারে পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু হদিস পাওয়ার আগেই ঘটে গেল এই চরম পরিণতি।
একটি ছোট ঘরের সিলিং ফ্যান থেকেই দু’জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিন দিনের মাথায় এমন ঘটনায় হতবাক খোদ বাড়িওয়ালাও। এটি নিছকই আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর কারণ রয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মালবাজার মহকুমার এসডিপিও রসোন প্রদীপ দেশমুখ জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।