মানভূম গবেষণায় নক্ষত্রপতন! প্রয়াত লোকসংস্কৃতির জীবন্ত অভিধান দিলীপ কুমার গোস্বামী

পুরুলিয়ার সংস্কৃতি ও সাহিত্য জগতে এক অপূরণীয় শূন্যতা। চিরনিদ্রায় শায়িত হলেন মানভূমের প্রখ্যাত গবেষক, সাহিত্যিক তথা সংস্কৃতি পৃষ্ঠপোষক দিলীপ কুমার গোস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘকাল ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলাজুড়ে।

১৯৫৩ সালে কাশীপুরের সুতাবই গ্রামে জন্ম নেওয়া এই কৃতি সন্তান ছিলেন পুরুলিয়ার ইতিহাস ও সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ। ‘মানভূমের ভাষা আন্দোলন’, ‘পুরুলিয়ার বঙ্গভুক্তি’, এবং ‘পুরুলিয়ার মন্দির’-এর মতো কালজয়ী গ্রন্থের স্রষ্টা তিনি। ১৯৭৯ সালে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও তাঁর মূল সত্তা মিশে ছিল গবেষণায়। দীর্ঘ ১৮ বছর হরিপদ সাহিত্য মন্দিরের সংগ্রহশালার সঙ্গে যুক্ত থেকে জেলার অতীত ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনি। বিশিষ্ট কবি শান্তিপ্রিয় গুরু ও সত্যবান তন্তুবাই শোকপ্রকাশ করে জানিয়েছেন, তাঁর প্রয়াণে জেলার সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল। মানভূম ও লোকসংস্কৃতি নিয়ে তাঁর লেখা বইগুলি আগামী প্রজন্মের কাছে আকর গ্রন্থ হিসেবে থেকে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy