মহাসড়ক নির্মাণে লঙ্কাকাণ্ড! আলিপুরদুয়ারে হাসপাতালের দেওয়াল ভাঙতেই তুলকালাম, বন্ধ রাস্তার কাজ

উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম লাইফলাইন ‘ইস্ট-ওয়েস্ট করিডোর’ বা চার লেনের মহাসড়ক নির্মাণকে কেন্দ্র করে ফের রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার ১ ব্লকের পাঁচকেলগুঁড়ি বাবুরহাট এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা, যা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করতে হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনার সূত্রপাত এদিন সকালে, যখন রাস্তা তৈরির জন্য বাবুরহাট হাসপাতালের সীমানা প্রাচীর ভাঙতে শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই খবর চাউর হতেই প্রতিবাদে সরব হয় ‘সোনাপুর সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড’। তাদের অভিযোগ, হাসপাতালের যে জমিটি অধিগ্রহণ করা হচ্ছে, সেটি মূলত ওই সমবায় সমিতির নামে নথিভুক্ত। অথচ কর্তৃপক্ষ কোনো রকম আগাম নোটিশ বা ক্ষতিপূরণ না দিয়েই বেআইনিভাবে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে। এরপরই ক্ষুব্ধ জনতা ও সমবায় কর্মীরা একজোট হয়ে মহাসড়কের কাজ বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার সোনাপুর ফাঁড়ির পুলিশ। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ না মেলা পর্যন্ত এক ইঞ্চি জমিও ছাড়বে না তারা। উল্লেখ্য, দেশের অন্যান্য প্রান্তে এই করিডোরের কাজ শেষ হলেও আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার অংশের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। জমি জট ও নানা আইনি জটিলতায় বারবার থমকে যাচ্ছে এই মেগা প্রজেক্ট। আজকের এই নতুন সংঘাতের পর প্রকল্পের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy