কলকাতার কাঁকুরগাছিতে আজ সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবার বাইকের পিছনে চড়ে স্কুলে যাওয়ার পথে একটি লরির চাকায় পিষ্ট হলো পঞ্চম শ্রেণির এক ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিবরণ
বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ কাঁকুরগাছি বেঙ্গল কেমিক্যালস-এর (Bengal Chemicals) কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, আহত ছাত্রটি বিধাননগর স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। সে তার বাবার বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ: ঘটনাস্থলের আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের গতিতে আসা একটি লরি ওই বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে বাইকের পিছন থেকে ছেলেটি ছিটকে রাস্তায় পড়ে যায়।
ভয়াবহ পরিণতি: লরির ড্রাইভার গতি নিয়ন্ত্রণ করতে না পারায় লরিটি সরাসরি ছেলেটির পায়ের ওপর দিয়ে চলে যায়। ছেলেটির পা থেঁতলে যায় এবং সে গুরুতরভাবে জখম হয়।
জনতার তৎপরতা ও গ্রেফতারি
দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই পথ চলতি সাধারণ মানুষজন ছুটে আসে এবং লরিটিকে থামায়। স্থানীয় এক দোকানের কর্মী বলেন, “আমরা কাজ করছিলাম। হটাৎ আওয়াজ আসে। এসে দেখছি, একটা লরি দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটার পায়ের কিচ্ছু নেই। বাদ হয়ে গিয়েছে একেবারে।”
দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয় জনতা ঘাতক লরির ড্রাইভারকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত ছাত্রটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।