বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যা এবং তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় উঠেছে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ তথা সংসদের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান শশী থারুর। শনিবার একটি এক্স-পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
কী বললেন শশী থারুর? থারুর বলেন, “গণবিক্ষোভের মধ্যে এই নিরীহ হিন্দু যুবককে হত্যার ঘটনা অসহনীয় ও মর্মান্তিক।” তিনি বাংলাদেশ সরকারের নিন্দা জানানোর বিষয়টিকে প্রশংসা করলেও প্রশ্ন তুলেছেন—”ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য সরকার ঠিক কী পদক্ষেপ করছে?” শশী থারুর ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী ও পবন কল্যাণের মতো নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
কে এই দীপু চন্দ্র দাস? ২৭ বছর বয়সী দীপু ময়মনসিংহের একটি কারখানার শ্রমিক ছিলেন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মিথ্যে অভিযোগে এক উন্মত্ত জনতা তাঁকে পিটিয়ে হত্যা করে এবং মৃতদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।
র্যাবের অভিযানে ৭ জন গ্রেফতার: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ১৯ থেকে ৪৬ বছর বয়সী বিভিন্ন ব্যক্তি রয়েছেন। মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।