ভোটে নজর! ‘বাংলা আবাস’, ‘রূপশ্রী’ সহ ৯৫ প্রকল্পের কাজ তদারকিতে নবান্নের ২৩ আমলা, কী বলছেন বিরোধীরা?

নির্বাচনের আগে জনমুখী প্রকল্পগুলির কাজ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল নবান্ন (Nabanna)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ২৩ জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতে ২৩ জন উচ্চপদস্থ আমলাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই সচিবরা জেলাভিত্তিক দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের কাজ তদারকি করবেন।

📌 মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ ও প্রকল্পের তালিকা:

সম্প্রতি ‘স্টেট এনফোর্সমেন্ট রিপোর্ট’ (SIR)-এর আবহে জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকের সময় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি স্পষ্ট নির্দেশ দেন—উন্নয়নের কাজে যেন কোনো শিথিলতা না আসে। গত ১ ডিসেম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাড়ে চোদ্দ বছরের কাজের ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করে জানান, বর্তমানে সরকারের ৯৫টি প্রকল্প চালু রয়েছে। এই সময়ে তিনি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন চারটি মূল প্রকল্পকে: ১. বাংলা আবাস যোজনা ২. পথশ্রী ৩. রূপশ্রী ৪. আমাদের পাড়া আমাদের সমাধান

এই নির্দেশিকার পরই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে ২৩ জন আমলাকে জেলাভিত্তিক নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

📌 বিরোধীদের কটাক্ষ:

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই জনমুখী প্রকল্পগুলির অগ্রগতি দেখিয়ে মুখ্যমন্ত্রী মানুষের কাছে পৌঁছতে চাইছেন। তবে এই পদক্ষেপ নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এটা কাজের অগ্রগতির জন্য নয়। আসলে ফেক ভোটার তালিকায় নাম রাখার জন্যই সরকার কাজ করছে।” তিনি আরও বলেন, “গতকাল ৫০ লক্ষ নাম বাদ গেছে যা শুনলাম। এখন ৭ কোটি মতো লোকের নাম আসতে চলছে। এরপর শুনানিতে ডাকবে। যাঁরা ভুলভাল ফিলাপ করেছেন তাঁদের তো শুনানি পর্বের মধ্যে দিয়ে যেতে হবে। দেখা যাক।”

নবান্নের এই প্রশাসনিক পদক্ষেপ এবং বিরোধীদের অভিযোগের মধ্যেই ২৩ জন সচিব এখন জেলার উন্নয়নের কাজে নজরদারি চালাবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy