দেশের ৯টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের (SIR) কাজ চলছে। প্রথম দফায় বিহারে পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হলেও, দ্বিতীয় দফায় তা একাধিক রাজ্য জুড়ে শুরু হয়েছে। কাজের চাপ নিয়ে বিএলওদের আত্মহত্যার ঘটনা এবং ‘ভুয়ো ভোটার’ তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার এই পরিমার্জনের কাজের রাজ্যভিত্তিক খতিয়ান তুলে ধরেছে নির্বাচন কমিশন।কমিশন প্রদত্ত খতিয়ান (২৮ নভেম্বর পর্যন্ত):স্থানরাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলডিজিটাইজেশনের হারমোট ভোটারের সংখ্যা১লক্ষদ্বীপ১০০%৫৭,০০০-এর বেশি২গোয়া৯২%১১.৮৫ লক্ষ৩রাজস্থান৮৯%৫.৪৬ কোটির বেশি৪পশ্চিমবঙ্গপ্রায় ৮৮%(তথ্য নেই)৫মধ্যপ্রদেশ৮৬%৫.৭৪ কোটি৬পুদুচেরি৮৩%১০.২১ লক্ষ৭গুজরাট৮১%৫.০৮ কোটি৮ছত্তীসগঢ়৭৭%(তথ্য নেই)৯আন্দামান ও নিকোবর৭৬%(তথ্য নেই)১০তামিলনাড়ু৭৫%(তথ্য নেই)তালিকায় প্রথম ও শেষ:প্রথম স্থানে: লক্ষদ্বীপে মোট ভোটারের সংখ্যা ৫৭ হাজারেরও সামান্য বেশি এবং সেখানে ১০০ শতাংশ ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। এবার শুধু খসড়া তালিকা প্রকাশের অপেক্ষা।চতুর্থ স্থানে: পশ্চিমবঙ্গ প্রায় ৮৮ শতাংশ SIR ফর্ম ডিজিটাইজেশন করে চতুর্থ স্থানে রয়েছে।তালিকায় নীচে: এই তালিকায় সবচেয়ে নীচে রয়েছে কেরল (৬৪%) এবং উত্তর প্রদেশ (প্রায় ৫৫%)। উত্তরপ্রদেশে ভোটার সংখ্যা ৫ কোটির বেশি হলেও ডিজিটাইজেশনের পরিমাণ সবচেয়ে কম।কাজের চাপ নিয়ে বিতর্ক ও মৃত্যুর ঘটনা সত্ত্বেও কমিশন দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছে।
Home
OTHER NEWS
ভোটার তালিকার বিশেষ পরিমার্জন (SIR), লক্ষদ্বীপে ১০০ শতাংশ ডিজিটাইজেশন শেষ, বাংলায় কত শতাংশ কাজ হলো?