ভোটার তালিকায় বড়সড় রদবদল! কমিশনের কড়া নজরে বাংলা, নয়া নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে নিশ্ছিদ্র করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। তালিকায় কোনো রকম ত্রুটি বা গরমিল এড়াতে এবার কেন্দ্রীয় অবজার্ভারের পাশাপাশি ‘মাইক্রো অবজার্ভার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি পাঠিয়ে এই জরুরি নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকরাই মাইক্রো অবজার্ভার হিসেবে কাজ করতে পারবেন। জানা গিয়েছে, রাজ্যে ৩০০০-এরও বেশি মাইক্রো অবজার্ভার নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। শুনানির প্রতিটি কক্ষে একজন করে মাইক্রো অবজার্ভার উপস্থিত থাকবেন, যারা মূলত ERO এবং ARO-দের কাজের ওপর কড়া নজর রাখবেন। জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে শুরু করে ভোটারদের জমা দেওয়া সমস্ত নথিপত্র যাচাই করবেন তারা। কমিশনের ‘চোখ ও কান’ হিসেবে কাজ করার জন্য তারা এককালীন ৩০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।

উল্লেখ্য, গোটা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। এমনকি বিহারেও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শুনানির দিনক্ষণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। বিশেষ সফটওয়্যার তৈরির কাজ চলতে থাকায় ২৬ বা ২৭ ডিসেম্বরের আগে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা কম।

এদিকে, SIR প্রক্রিয়ার কাজের চাপ নিয়ে রাজ্যজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রভাসকুমার দাস নামে এক বিএলও-র মৃত্যু হয়েছে, যার নেপথ্যে অতিরিক্ত কাজের চাপকে দায়ী করেছে পরিবার। অন্যদিকে, ডায়মন্ড হারবারে এক বিএলও আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও খবর পাওয়া গিয়েছে। এই ঘটনাগুলি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কর্মীদের মানসিক ও শারীরিক চাপের দিকটিকে প্রকট করে তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy