পূর্ব বর্ধমানের আউশগ্রামে ভোটার তালিকায় নথির ভুল সংশোধিত না হওয়ায় চরম আতঙ্কে আত্মঘাতী হলেন ৫৩ বছরের এক প্রৌঢ়। মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়। পরিবারের অভিযোগ, ভোটার কার্ডে নিজের বাবার নাম ‘পঞ্চানন মুখোপাধ্যায়’-এর জায়গায় শ্বশুর ‘সুবিমল মুখোপাধ্যায়’-এর নাম চলে আসে। বারবার আবেদন করা সত্ত্বেও খসড়া তালিকায় সেই ভুল সংশোধন হয়নি। এসআইআর (SIR) বা ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় শুনানির ডাক পেলে নিজের পরিচয় কীভাবে প্রমাণ করবেন, সেই আশঙ্কায় দেশান্তরী হওয়ার আতঙ্কে ভুগছিলেন তিনি।
আউশগ্রাম থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের ছেলে উল্লাস মুখোপাধ্যায়ের দাবি, বারবার দপ্তরে ঘুরেও কাজ না হওয়ায় তাঁর বাবা চরম মানসিক অবসাদে ভুগছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা দেবু টুডু বিজেপির বিরুদ্ধে সরব হয়ে দাবি করেছেন, এই ধরণের আতঙ্ক মানুষের প্রাণ কাড়ছে। পাল্টা বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় দাবি করেছেন, তৃণমূল প্রথম থেকেই যাচাই প্রক্রিয়ার বিরোধিতা করতে এই ইস্যুকে ব্যবহার করছে।