ভুয়ো ভোটার রুখতে ‘ব্রহ্মাস্ত্র’ কমিশনের! সংশোধনের আগে এবার দিতেই হবে অকাট্য প্রমাণ

ভোটার তালিকা সংশোধনে জালিয়াতি রুখতে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধনের ক্ষেত্রে নথি যাচাই (Document Verification) বাধ্যতামূলক। কোনোভাবেই প্রামাণ্য নথি ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। এই মর্মে প্রতিটি জেলার নির্বাচন আধিকারিক (DEO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং রোল অবজার্ভারদের কঠোর নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) কোনো নোটিস পাঠালে, ভোটারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত নথি পেশ করতে হবে। ভোটারদের জমা দেওয়া প্রতিটি নথি বিএলও (BLO) অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। শুধু আপলোড করলেই কাজ শেষ নয়, ‘ECINet’-এ নথি আপলোড হওয়ার ৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তা যাচাই বা ভেরিফাই করে নিতে হবে।

যদি কোনো ভোটারের জমা দেওয়া নথি একই রাজ্যের অন্য জেলার কোনো দফতর থেকে ইস্যু করা হয়ে থাকে, তবে ‘ECINet’-এর মাধ্যমেই সেই জেলার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। আর যদি নথিটি অন্য কোনো রাজ্যের হয়, তবে তা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) মাধ্যমে যাচাই করিয়ে নিতে হবে। তালিকায় স্বচ্ছতা বজায় রাখতেই এই ‘ক্রস-ভেরিফিকেশন’ পদ্ধতি চালু করা হচ্ছে। ভোটার তালিকায় কোনোভাবেই যাতে ভুয়ো নাম না ঢোকে, তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy